হংকংয়ে চীনের সাথে যুদ্ধ শেষ পর্যন্ত পড়ুন
হংকংয়ে বিক্ষোভ : প্রত্যর্পণ বিল স্থগিত ‘ প্রত্যর্পণ বিল ’ এটি কোন আইন নয় , কেবল কাগজে নথিভুক্ত একটি প্রস্তাবনা । প্রত্যর্পণ বিল দ্বারা বুঝানাে হয় কোন কিছু প্রত্যর্পণ করা । সমর্পণ বলতে নিজ থেকে করা বুঝায় তবে প্রত্যর্পণ বলতে অন্যের দ্বারা প্রত্যায়ন করাকেই বুঝানাে হয় । এই বিলটি ২০১৮ সালের একটি ঘটনার প্রেক্ষিতে করা হয় । হংকংয়ের এক ব্যক্তি তাইওয়ানে ছুটি কাটাতে গিয়ে অন্তঃসত্তা বান্ধবীকে হত্যা করেন । তাইওয়ান সেই ট্যুরিষ্টকে তাদের দেশে বিচারের উদ্দেশ্যে পাঠাতে আবেদন করলে হংকং তা পাঠাতে পারেনা । কারণ হংকং এবং তাইওয়ানের মধ্যে কোন বন্দি বিনিময় চুক্তি নেই । একারণে হংকং সরকার প্রত্যর্পণ | বিলটি তৈরি করে বন্দি বিনিময় চুক্তির কাজটা সেরে | ফেলতে চাইছে । তখনই বিক্ষোভ শুরু হয় হংকংয়ে । হংকং চীনের বিশেষ দুটি প্রশাসনিক অঞ্চলের একটি । অন্যটি ম্যাকাও । হংকংয়ের অর্থনীতি অনেক শক্তিশালী । এই বিলটি যদি পাস হয় তবে চীন হংকংয়ের ব্যাপারে জোরপূর্বক নজরদারিসহ বন্দীদের ফেরত পাঠানাের জন্য জোড় করতে পারবে । এই বিষয়টিই মাথায় রেখেই মূলত হংকংয়ে ১০ লাখের বেশি মানুষ বিক্ষোভে অংশগ্রহণ করে । ১৯৯৭ সালে হংকং চীনের কাছ থেকে সার্বভৌমত্ত্ব লাভের পর থেকে এটিই সবচেয়ে বড় বিক্ষোভ ।
No comments
Thanks for your message ❤️