hi

Header Ads

ভারতীয় উপমহাদেশের অন্যতম ঐতিহাসিক মসজিদ বাংলাদেশের

ভারতীয় উপমহাদেশের অন্যতম ঐতিহাসিক মসজিদ বাংলাদেশের প্রাচীন মসজিদগুলাের মধ্যে বৃহত্তম ও সমগ্র ভারতীয় উপমহাদেশে মুসলি স্থাপত্যের অন্যতম চিত্তাকর্ষক নিদর্শন ষাট গম্বুজ মসজিদ । বাগেরহাট শহর থেকে প্রায় । কিমি দূরে সুন্দরঘােনায় অবস্থিত এ প্রাচীন মসজিদটি ধর্ম প্রচারক ও তকালীন স্থানীয় শাসন খানজাহান আলী ১৫ শতকে নির্মাণ করেন । মসজিদটি বাইরের দিকে উত্তর - দক্ষিণে প্রা ১৬০ ফুট ও পূর্ব - পশ্চিমে প্রায় ১০৮ ফুট এত দেয়াল প্রায় ৮ . ৫ ফুট পুরু । মসজিদটি মূল ইটের তৈরি , সাথে রয়েছে খােদাইকৃত বির প্রস্তর অলঙ্করণ ও টেরাকোটার কারুকার্য অতুলনীয় নকশার এ মসজিদে অর্ধ - ডিম্বাকা ও আয়তাকার গম্বুজগুলােই এর ছাদ । এ জন একে ‘ ছাদ গম্বুজ মসজিদ বলা হতাে । কে কেউ বলেন , এটাই রূপান্তরিত হয়ে পরবর্তীতে ষাট গম্বুজ মসজিদ ’ নামকরণ হয়েছে মসজিদটিতে ৬০টি স্তম্ভ ও চারপাশের দেয়ালের ওপর , ৭৭টি এবং চারকোণায় ৪টি মিনা নিয়ে মােট ৮১টি গম্বুজ রয়েছে । মসজিদটির ভিতরে পশ্চিম দেয়ালে ১০টি মেহরাব রয়েছে মসজিদের পূর্ব দেয়ালে বড় একটিসহ ১১টি , উত্তর ও দক্ষিণে ৭টি করে ১৪টি এবং পশ্চি প্রধান মেহরাবের পাশে একটি নিয়ে মােট ২৬টি দরজা রয়েছে । সুলতানি আমলে অনন্য স্থাপত্যশৈলীর এ মসজিদকে ১৯৮৫ সালে UNESCO বিশ্ব ঐতিহ্য হিসে | ঘােষণা করে এবং বাগেরহাটকে ঐতিহাসিক মসজিদের শহর হিসেবে স্বীকৃতি দেয় ।

No comments

Thanks for your message ❤️

Powered by Blogger.