আবারো ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা
ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের উত্তেজনা ১৭ জুন , ২০১৯ মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ড্রোন ভূপাতিত করে ইরান । ড্রোনটি হরমুজ প্রণালির নিকট অবস্থান করছিল । এ ঘটনার পর থেকে দুই দেশের মধ্যে যুদ্ধের একটি প্রস্তুতি চলছিল । ২০১৫ সালের ( পি৫ + ১ ) চুক্তি থেকে আমেরিকা ২০১৮ ' র মে মাসে বেরিয়ে যায় । এরপর থেকে ইরানের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরােপ করতে থাকে যুক্তরাষ্ট্র । সম্প্রতি হরমুজ প্রণালিতে এক মাসের ব্যবধানে ছয়টি তেলের ট্যাংকারে হামলা হয় । যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরানকে এ জন্যে দায়ী ঘােষণা করে । এসকল ঘটনার পরে গত ১৭ জুন ড্রোন হামলার ঘটনা ঘটলে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যুদ্ধের ঘােষণা দেয় । ইরানের তিনটি স্থাপনায় হামলার অনুমােদন দেন ডােনাল্ড ট্রাম্প । তবে শেষ মুহুর্তে তিনি তা প্রত্যাহার করে নেন । তবে এতে করে যুদ্ধের আশঙ্কা শেষ হয়ে যায়নি । ট্রাম্প প্রশাসন মধ্যপ্রাচ্যে সামরিক সরঞ্জাম এবং সৈন্য সংখ্যা প্রতিনিয়তই বাড়িয়ে তুলছেন । ২০২০ ' এ আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে । তাই ইরানের সঙ্গে মনের Tea ।
No comments
Thanks for your message ❤️