hi

Header Ads

বাংলাদেশ আর থাকবে না অভাব পেল নতুন খনি

দেশে প্রথম লােহার খনি আবিষ্কার | দেশে প্রথমবারের মতাে | দিনাজপুরের হাকিমপুরে উন্নতমানের | লােহার আকরিকের ( ম্যাগনেটাইট ) খনি আবিষ্কৃত হয়েছে । বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের ( জিএসবি ) কর্মকর্তারা ১৮ জুন , ২০১৯ ইং এ তথ্য নিশ্চিত করেছেন । ভূতাত্ত্বিক জরিপ দল বলছে , ভূগর্ভের এক হাজার ৭৬০ ফুট নিচে ৪০০ ফুট পুরুত্বের লােহার আকরিকের একটি স্তর পাওয়া গেছে , বিশ্বের যে । কয়েকটি দেশে লােহার খনি আবিষ্কার করা হয়েছে তার মধ্যে বাংলাদেশের আকরিকে লােহার শতাংশ ৬৫ - র ওপরে । কানাডা , চীন , ব্রাজিল , সুইডেন ও অস্ট্রেলিয়ার খনির লােহার মান ৫০ শতাংশের নিচে । জয়পুরহাটে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের ( বিসিএসআইআর ) | পরীক্ষাগার থেকে এ তথ্য পাওয়া গেছে । তিনি আরাে বলেন , ‘ খনিটির ব্যাপ্তি ৬ - ১০ বর্গকিলােমিটার পর্যন্ত বিস্তৃত । | এখানে লােহার অস্তিত্বের পাশাপাশি কপার , নিকেল ও ক্রোমিয়ামেরও উপস্থিতি রয়েছে । এক হাজার ১৫০ ফুট গভীরতায় চুনাপাথরের সন্ধানও মিলেছে । এই অঞ্চলে প্রায় সাড়ে ৪০০ কোটি বছর আগে সমুদ্র ছিল । হাকিমপুর উপজেলা সদর থেকে ১১ কিলােমিটার পূর্বে ইসবপুর গ্রামে মিলেছে লৌহ খনিজ পদার্থের খনি ।

No comments

Thanks for your message ❤️

Powered by Blogger.