hi

Header Ads

ইউনাইটেড ন্যাশন বাংলাদেশের পক্ষ বেশি ভোট পেয়েছে

' ইকোসক নির্বাচনে বিপুল ভােটে জয় বাংলাদেশের জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের ( ইকোসক ) সদস্য পদে ৪ ২০২০ - ২০২২ মেয়াদের নির্বাচনেME বাংলাদেশ বিপুল ভােটে বিজয়ী হয়েছে । স্থানীয় সময় ১৪ জুন , ১ ২০১৯ ইং সকালে নিউইয়র্কে ECOSOC । জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত এ United Nations | ভােটে ১৯১ ভােটের মধ্যে ১৮১ ভােট পেয়ে এশিয়া প্যাসিফিক অঞ্চল থেকে বাংলাদেশ ৫৪ সদস্যবিশিষ্ট মর্যাদাপূর্ণ এ পরিষদের সদস্য নির্বাচিত হলাে । বাংলাদেশ ছাড়াও এশিয়া প্যাসিফিক অঞ্চল থেকে এ নির্বাচনে থাইল্যান্ড , দক্ষিণ কোরিয়া ও চীন বিজয়ী হয়েছে । এ বিজয় অর্জনের মধ্যদিয়ে বাংলাদেশ ২০২০ - ২০২২ মেয়াদে বহুপক্ষীয় কূটনৈতিক প্লাটফর্মে এবং বৈশ্বিক আর্থ - সামাজিক উন্নয়নের ক্ষেত্রে জাতিসংঘের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ফোরাম ইকোসকে তার দৃঢ় অবস্থান নিশ্চিত করল ।

No comments

Thanks for your message ❤️

Powered by Blogger.