hi

Header Ads

মিশরের সাবেক প্রেসিডেন্ট মৃত্যুর পর কি হলো

মিশরের সাবেক প্রেসিডেন্টের মৃত্যু মিশরের প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট ছিলেন মােহাম্মদ মুরসি । ৬৭ বছর বয়সে ১৭ জুন , ২০১৯ আদালতে থাকা অবস্থায় হার্ট অ্যাটাক করে মারা যান তিনি । ক্ষমতা গ্রহণের মাত্র ১ বছরের মাথায় কেন মুরসির পতন হলাে সে বিষয়ে ও তার জীবন সংক্রান্ত সংক্ষিপ্ত বর্ণনা দেয়া হলাে : আরব । বসন্তের মাধ্যমে ২০১১ সালে হােসনি মােবারকের পতনের পর ২০১২ সালের নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসেন মুহাম্মদ মুরসি । কিন্তু এই ১ বছরের মধ্যে পুরাে পরিস্থিতি তার বিরুদ্ধে নিয়ে যাওয়া হয় । ২০১৩ সালের ৩ জুলাই দেশটির তৎকালীন সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল সিসি মুরসিকে ক্ষমতাচ্যুত করে ও বন্দি করে । আরব বসন্তে কি হয়েছিল : মূলত মিশরে আরব বসন্তের উদ্দেশ্য ছিলাে দীর্ঘদিন ক্ষমতায় থাকা রুশরকের শাসক হােসনি মুবারককে সরিয়ে নতুন কাউকে ক্ষমতায় আনা । এক্ষেত্রে কাজ করে ইখওয়ানুল মুসলিমিন বা মুসলিম ব্রাদারহুড এবং তাদের সমর্থন দেয় মার্কিন ডেমােক্র্যাট ব্লক । যেহেতু রুশপন্থী শাসকের বিরুদ্ধে ও তাই রিপাবলিকান ব্লকের সদস্যরাও তাতে বাধা দেয়নি । ২০১১ তে আরব বসন্তের মাধ্যমে হােসনি মুবারক ক্ষমতা থেকে নেমে যায় এবং ২০১২ তে নির্বাচনের মাধ্যমে মুসলিম ব্রাদারহুডের মুহাম্মদ মুরসি ক্ষমতায় আসেন । কিন্তু সমস্যা হয় , মুরসি ক্ষমতায় আসার পর রাজনৈতিক সহযােগী মার্কিন ডেমােক্র্যাট ব্লকের “ ইসরাইল সংক্রান্ত ” পলিসির বিরুদ্ধে কাজ করতে থাকে । এতে তারা ক্ষিপ্ত হয়ে যায় এবং ডেমাে - রিপাবলিকান এক হয়ে তাকে ক্ষমতা থেকে নামানাের জন্য উঠে পড়ে লাগে । ডেমােক্র্যাট - ব্লকদের ইসরাইল সংক্রান্ত পলিসি কী : ইসরাইল - ফিলিস্তিন নিয়ে তিন ধরনের সমাধান রয়েছে । সমাধান ১ : টু - ষ্টেট সলুশন - অর্থাৎ , ইহুদি সংখ্যাগরিষ্ট এলাকা নিয়ে ইহুদি রাজ্য এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকা নিয়ে স্বাধীন রাষ্ট্র ফিলিস্তিন প্রতিষ্ঠিত হবে । এটা ডেমােক্র্যাট ব্লকের পলিসি । সমাধান ২ : পুরাে এলাকা ইসরাইলের হবে । এটি রিপাবলিকান ব্লকের পলিসি । এমন সরাসরি ঘােষণা না । থাকলেও বক্তব্যের অস্পষ্টতা ও কর্মকান্ড এটিই প্রমাণ করে । সমাধান ৩ : ইসরাইল যেহেতু মুসলমানদের জমি দখল করে তৈরি করা তাই এর পুরাে মালিক মুসলমানেরা । এটা ইসলামপন্থিদের বক্তব্য এবং দাবী । মুরসি ক্ষমতায় আসার পর ইসরাইল পন্থিরা দাবী করেন মুরসি হাসানুল বান্নাহর অনুসারী । মুসলিম ব্রাদারহুড দলের প্রতিষ্ঠাতা হাসানুল বান্নাহ । তিনি ঘাের । ইসরাইল বিরােধী একজন ব্যক্তি ছিলেন । মুরসি ডেমােক্র্যাট দলের টু - ষ্টেট সলুশনেরও ঘাের বিরােধী । ছিলেন তার কাছে এটি ধােকা ছাড়া আর কিছু নয় । ইসরাইলের সীমান্ত ঘেষা মিশরে যদি এমন শাসক থাকেন যিনি ইসরাইলের অস্তিত্ত্ব স্বীকার করেন না তবে তা ইসরাইলের জন্য বিপদস্বরূপ । এজন্য ডেমােক্র্যাট ও রিপাবলিকানরা তার বিরূদ্ধে গভীর ষড়যন্ত্রে নামেন । একারণে হলুদ মিডিয়া মুরসির নামে । অপপ্রচার ও দেশদ্রোহীর মামলায় অভিযুক্ত করে ।

No comments

Thanks for your message ❤️

Powered by Blogger.