hi

Header Ads

কেন হয় ?

কেন হয় ? | ৩ গ্রীষ্মকালে কুকুর হাঁপায় কেন ? – জীবজগতে স্তন্যপায়ী প্রাণী ও পাখিরা উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণী । দেহের তাপ সর্বদা নির্দিষ্ট মাত্রায় বজায় রাখতে এদের দেহে ক্রমাগত উৎপাদিত তাপের একাংশ ত্বকের নিচের ঘাম নির্গমণকারী গ্রন্থি দিয়ে । ঘামরূপে বেরিয়ে যায় ও দেহকে শীতল রাখে । কুকুরের এ গ্রন্থি কম থাকায় এরা জিহবা ঝুলিয়ে রাখে । এবং হাঁপাননার মাধ্যমে নাক দিয়ে বাতাস গ্রহণ ও মুখ দিয়ে তা বের করে দিয়ে দেহকে শীতল করে । © গরমে কুকুর জিহ্বা বের করে দৌড়ায় কেন ? – গরমে কুকুরের দেহ উত্তপ্ত হলে জিহ্বাস্থ লালা বাষ্পীভবনের । মাধ্যমে দেহ থেকে তাপ শােষণ করে দেহকে শীতল করে । তাই গরমে কুকুর জিহ্বা বের করে দৌড়ায় । @ কুকুরের দাঁত সহজে নষ্ট হয় না কেন ? - - কুকুরের লেজের কাছাকাছি তুকে বিশেষ এক ধরনের গ্রন্থি রয়েছে যাতে ফ্লোরাইডের মতাে এক ধরনের রাসায়নিক পদার্থ থাকে । স্বভাবগত কারণে কুকুর । যখন লেজের আশেপাশে কামড়ায় তখন এ পদার্থ দাঁতে লাগে । এভাবেই কুকুরের দাত ভালাে থাকে ।

No comments

Thanks for your message ❤️

Powered by Blogger.