ডেড সি কিন্তু সি ( সাগর ) নয়
ডেড সি কিন্তু সি ( সাগর ) নয় ! ডেড সি ( Dead Sea ) বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ লবণাক্ত পানির প্রাকৃতিক আধার । সমুদ্রপষ্ঠ থেকে প্রায় ৪২০ মি . ( ১ , ৩৭৮ ফুট ) নিচে এটি পৃথিবীর নিম্নতম স্থলভূমি । এর পূর্বে জর্ডান আর পশ্চিমে ফিলিস্তিন ও ইসরাইলের অবস্থান । ডেড সি নাম হলেও এটি কিন্তু মােটেও কোনাে । সি বা সাগর নয় । এটি মূলত প্রায় ৬৭ কিমি ( ৪১ . ৬৩ মাইল ) দৈর্ঘ্য ও প্রায় ১৫ কিমি ( ৯ , ৩২ মাইল ) প্রস্থের একটি লবণাক্ত হ্রদ । এর লবণাক্ততার হার শতকরা ৩০ ভাগ এবং এর পানি সমুদ্রের পানির চাইতে ৮ . ৬ গুণ বেশি । লবণাক্ত । এ অতিরিক্ত লবণাক্ততার জন্য ডেড সি ’ তে কোনাে মাছ , জলজ উদ্ভিদ বা প্রাণী । বাঁচতে পারে না । তাই এর নাম ডেড সি । এ হ্রদের পানির ঘনত্ব ১ . ২৪ কিগ্রা / লি হওয়ায় এখানে অনেক বস্তু , এমন কি মানুষও না ডুবে ভেসে থাকে । ভৌগােলিক ও ভূ - তাত্ত্বিক বৈশিষ্ট্যগত কারণে ডেড সি ’ কে চিকিৎসাশাস্ত্রের অন্যতম গবেষণা ক্ষেত্র হিসেবে গণ্য করা হয় ।
No comments
Thanks for your message ❤️