hi

Header Ads

মহিলাদের জন্য মসজিদে না ঘরে নামায পড়া ,এক মুষ্টির কম দাড়ি রাখা যাবে কিনা? এটা কি দাড়ি হিসাবে গণ্য হবে?,মাথা নেড়ে সালামের জওয়াব দেয়া যাবে কি না? | ,সঠিক উচ্চারণ ছাড়া সালাম দিলে তার জওয়াব নেয়। জরুরী কিনা?

প্রশ্ন-১ঃ মহিলাদের জন্য মসজিদে না ঘরে নামায পড়া
উত্তরঃ ঘরে নির্জন স্থানে পড়া উত্তম। রাসূল সাল্লাল্লাহু ভাল  ওয়াসাল্লাম বলেন মহিলাদের জন্য মসজিদে নামায় পা চাইতে ঘরের আঙ্গিনায় পড়া উত্তম । আবার আঙ্গিনার ছেলে ঘরের অভ্যন্তরে পড়া বেশি উত্তম।  – বুখারী শরীফ ১/১২০; ফাতাওয়া শামী ১৫৫৬ পৃষ্ঠ্য।
প্রশ্ন-২ঃ মাথা নেড়ে সালামের জওয়াব দেয়া যাবে কি না? |
উত্তরঃ মৌখিকভাবে সালামের জওয়াব না দিয়ে মাথায় ইশার ও  করে উত্তর দিলে ওয়াজিব আদায় হবে না বরং শুনিয়ে।  উত্তর দিতে হবে। ফতোয়ায়ে আলমগীরী সালামের অধ্যায় |
প্রশ্ন-৩ঃ সঠিক উচ্চারণ ছাড়া সালাম দিলে তার জওয়াব নেয়।  জরুরী কিনা?
উত্তরঃ না। সঠিক উত্তর ছাড়া সালাম দিলে তার জওয়াব নেওয়া  জরুরি না এবং কোন গোনাহ হবে না। আলমগীর।
প্রশ্ন-৪ঃ স্ত্রীর দুধ পান করা যাবে কিনা? পান করলে কি হবে?
উত্তরঃ স্বামী এখানে স্ত্রীর দুধ পান করতে পারবে না। জায়েজ নাথ।  | হারাম । যদি পান করে তাহার স্ত্রী মা হিসাবে গণ্য হবে ন|  বা হারাম হবে না।
প্রশ্ন-৫ঃ এক মুষ্টির কম দাড়ি রাখা যাবে কিনা? এটা কি দাড়ি  হিসাবে গণ্য হবে?
উত্তরঃ শরীয়তের দৃষ্টিতে এক মুষ্ঠির নিচে দাড়ি রাখী জামে  নাই। অবশ্য এ মুষ্ঠি রাখতে হবে এর বড় হলে কাটতে পরিবে। দাড়ি কাটনেওয়ালা ফাসে হিসাবে গণ্য হবে। 

No comments

Thanks for your message ❤️

Powered by Blogger.