hi

Header Ads

ইসলামিক প্রশ্ন উত্তর 3

প্রশ্ন-৩২ ও ইমাম সাহেবের পিছনে যদি কোন মুক্তাদীর রুকু ।
সিজদা ছুটিয়া যায় তার জন্য করণীয় কি?
উত্তর ঃ এই অবস্থায় স্মরণ হওয়ার সাথে সাথে ছুটে যাওয়া এক বা
সিজদা আদায় করে পরে ইমামের সাথে শামিল হওয়া বা।
তখন না করে ইমাম সালাম ফিরােনাের পর উঠে আদায়
করবে এবং সিজদা সাহু করবে। যদি কোনটাই না করে।
তাহলে তার নামাজ হবে না। নামাজ পুনরায় পড়তে হবে।
| ফাতাওয়া আলমগীরী ১/৬৬।
প্রশ্ন-৩৩ ও কোন ব্যক্তির লজে সিজদা সাহু ওয়াজিব হল
অতঃপর তার মনে নাই, নামাজে সালাম ফিরিয়ে শেষ
করে তার জন্য কি করণীয়?
উত্তর ঃ ঐ নামাজ অসম্পূর্ণ হবে। তার জন্য আবার নামাজ পুণরায়
পড়তে হবে। —ফাতাওয়া শামী ১/৪২৪
প্রশ্ন-৩৪ ঃ যদি কোন ব্যক্তি নামাজে আত্তাহিয়াতু পড়া অবস্থায়
ঘুমাইয়া যায় অল্প কিছুক্ষণ পর জেয়ে উঠে তার নামাজ
হবে কিভাবে?
উত্তর ঃ ঐ অবস্থায় তাকে সিজদা সাহু করে নিলে নামাজ সহীহ ।
হবে। দুররে মুখতার।
প্রশ্ন-৩৫ ও অসুস্থ ব্যক্তির জন্য তাকবীরে তাহরীমা বলার কি
হুকুম?
উত্তর ও | যে ব্যক্তি সম্পূর্ণ নামাজ দাঁড়িয়ে পড়তে সক্ষম না, তার
জন্য উচিত হল দাড়িয়ে তাকবীরে তাহরীমা বাধার পর
বসে নামাজ আদায় করা। কারণ নামাজ কিয়াম তথা।
দাড়ান ছাড়া যাবে না একান্ত অসুস্থতা ছাড়া। ছগীর পূ, ১৪৩।
প্রশ্ন-৩৬ ঃ যদি কোন ব্যক্তি নামাজে রাকআত গণনা করতে ভুলে
যায় তবে এমতাবস্থায় কি করণীয়?
উত্তর ঃ ঐ ব্যক্তি তখন প্রবল ধারণার উপর সিদ্ধান্ত নিয়ে নিবে।
এই হুকুম হল ঐ ব্যক্তির জন্য যার অধিকাংশ নামাজে ভুল
হয়ে যায় গণনার ক্ষেত্রে সন্দেহ হয়। আর কারো যদি এমন।

No comments

Thanks for your message ❤️

Powered by Blogger.