hi

Header Ads

class 6 assignment 2021 Assignment 2021 3rd week

 ৬ষ্ঠ শ্রেণির এসইনমেন্ট-২০২১

বিষয়: গার্হস্থ্য বিজ্ঞান বিষয়ের শিরােনামঃ  গৃহের পরিবেশ

১া তােমার গৃহ পরিবেশের বিভিন্ন অংশের নামগুলাে | লেখ

• প্রতিটি মানবু শিশুর জীবৃনের প্রথম পরিবেশ হল গৃহ। আশেপাশের সব কিছু নিয়ে গৃহ পরিবেশের সৃষ্টি হয়। গৃহের ভিতর ও বাইরের সব অংশ নিয়েই গড়ে ওঠে গৃহপরিবেশ।পরিবারের সদস্যদের সুখ-শান্তি এবং শারীরিক ও মানসিক সুস্থতা নির্ভর করে গৃহ পরিবেশের উপর। • গৃহপরিবেশের অংশগুলাের অন্তর্ভুক্ত হলােঃ • বিভিন্ন ঘর বা কক্ষ, • ছাদ/চালা, • বারান্দা, • আঙিনা ইত্যাদি।

নিম্নে উল্লেখিত গৃহের অভ্যন্তরীণ স্থানগুলােকে ছকে সাজাও এবং সেই স্থানগুলােতে তােমার পরিবারের সদস্যরা কী কী কাজ করে তা উল্লেখ কর: শােবার ঘর, ড্রইং রুম, রান্নাঘর, খাওয়ার ঘর, পড়ার ঘর, বাথরুম; গৃহের কাজের উপর ভিত্তি করে গৃহের অভ্যন্তরীণ স্থানকে মােটামুটি তিন ভাগে ভাগ করা হয়। যথা

• ১। আনুষ্ঠানিক স্থান

• ২। অনানুষ্ঠানিক স্থান

• ৩া কাজের স্থান।

নিম্নে উল্লেখিত গৃহের অভ্যন্তরীণ স্থানগুলােকে ছকে সাজাই এবং সেই স্থানগুলােতে আমার পরিবারের সদস্যরা যে যে কাজ করে তা উল্লেখ করি

গৃহের গৃহের অভ্যন্তরীণ বিভিন্ন স্থানের বিন্যাস।

অভ্যন্তরীণ স্থানের নাম সম্পাদিত কাজ

• ড্রইং রুম,

আনুষ্ঠানিক স্থান

• অতিথি, বন্ধু বান্ধব এলে এই স্থানে তাদের

অভ্যর্থনা জানাই, আপ্যায়ন করি। • তাদের থাকার ব্যবস্থা করে থাকি।

খাওয়ার ঘর।

অনানুষ্ঠানিক স্থান

• শােবার ঘর, • পড়ার ঘর।

A • এখানে আমরা বিশ্রাম নেই, ঘুমাই। • এসব স্থানে আমরা পড়াশােনা, সাজসজ্জা করি ইত্যাদি।

• রান্নাঘর,

কাজের স্থান

• • এ স্থানে রান্না করা, বিভিন্ন রকম পরিষ্কার

পরিচ্ছন্নতার কাজ , বিভিন্ন দ্রব্য যথাযথভাবে সংরক্ষণ ইত্যাদি কাজ করা হয়। • এছাড়াও খাবার পরিবেশন করার জন্য বাসনপত্র, গ্লাস, জগ, চামচ, ছুরি, কাঁটা চামচ, টেবিল ম্যাট ইত্যাদি যথাযথভাবে রাখার কাজগুলাে হয়ে থাকে।

• বাথরুম



No comments

Thanks for your message ❤️

Powered by Blogger.