hi

Header Ads

ফাইভজি চালু করল যুক্তরাজ্য ।

ফাইভজি চালু করল যুক্তরাজ্য । যুক্তরাজ্যে ফাইভজি । নেটওয়ার্ক চাল করেছে দেশটির টেলিকমিউনিকেশন কোম্পানি ইই । এখন পর্যন্ত বেলফাস্ট , কার্ডিফ , এডিনবার্গ , লন্ডন বার্মিংহাম ও ম্যানচেষ্টার শহরে ফাইভজি নেটওয়ার্ক চালু হয়েছে । ইই - এরা গ্রাহকদের ফোনে গতি পরীক্ষা করতে গিয়ে দেখা যায় , ভিডিও নামানাের ক্ষেত্রে ফাইভজি নেটওয়ার্কে মাত্র ৩ সেকেন্ড সময় লাগছে । একই কনটেন্ট নামাতে ফোরজি নেটওয়ার্কে সময় লাগছে ১০ সেকেন্ড । ফাইভজির গতি ডাউনলােডের ক্ষেত্রে বেশি হলেও আপলােডের ক্ষেত্রে এ গতি ফোরজির কাছাকাছি । সব জায়গায় ফাইভজির গতি সমান নয় তৰে গড়ে ফোরজির চেয়ে ফাইভজির গতি ১০ গুণ বেশি । গড়ে গতি । থাকছে ২০০ এমবিপিএস । ফোরজিতে । এ গতি ২৫ এমবিপিএস । এখন । পর্যন্ত ফাইভজিতে সর্বোচ্চ গতি পাওয়া গেছে ৯৮০ এমবিপিএস ।

No comments

Thanks for your message ❤️

Powered by Blogger.