hi

Header Ads

দরূদ শরীফের ফযীলত

দরূদ শরীফের ফযীলত
| আল্লাহ তায়ালা কুরআন শরীফে ঘােষণা করিয়াছেন
ان الله وملئکته یصلون علی النبی - یا ایها
وا عليه وسلموا تسليما ۔
الذين أمنوا
উচ্চারণ ও ইন্নাল্লা-হা ওয়া মালা-য়িকাতাহ্ ইয়ুহালু-না
আ'লান্নাবিয়্যি, ইয়া আইয়ুহাল্লাজীনা আ-মানূ-চা-আ'লাইহি ওয়া
সাল্লিম তাসলিমা।
অর্থ ঃ “নিশ্চয়ই আল্লাহ পাক এবং তাহার ফেরেশতাগণ নবীর
প্রতি দরূদ পাঠ করিতেছেন। হে মুমিনগণ! তােমরাও নবীর প্রতি দরূদ |
ও সালাম পাঠ কর।"
হাদীস শরীফে আছে, নবী করীম সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম
বলেন- যে ব্যক্তি আমার প্রতি সকালে ও বিকালে দশবার করিয়া দরূদ
পাঠ করিবে, সে রোজ কিয়ামতে আমার সুপারিশ লাভ করিবে।।
* হাদীস শরীফে আরও আছে, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম ফরমান- যে লোেক আমার প্রতি একবার দরূদ শরীফ পাঠ |
করিবে, তোমার আমল নামায় দশটি নেকী লেখা হয়, দশটি গুনাহ ক্ষমা
করা হয় এবং রােজ কেয়ামতে দশটি মরতবা বাড়াইয়া দেওয়া হইবে।
হযরত রাসূলে করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও
বলেন- যে ব্যক্তি আমার প্রতি সর্বদা দরূদ শরীফ পাঠ করিবে, তাহার
সগীরা গুনাহ মাফ হইয়া যাইবে।।
দুররুল মুখতার কিতাবে আছে, জীবনে একবার দরুদ প
ফরজ।

No comments

Thanks for your message ❤️

Powered by Blogger.