hi

Header Ads

এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক- ২০১৯


| এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক- ২০১৯
বাংলাদেশের উচ্চ প্রবৃদ্ধির তথ্য তুলে ধরে এশীয় উন্নয়ন কি
| ব্যাংক (এডিবি) বলছে, এদিক
থেকে এশিয়া-প্যাসিফিক
| অঞ্চলের ৪৫টি দেশের মধ্যে
শীর্ষে রয়েছে বাংলাদেশ। ১৯|
জুন, ২০১৯ প্রধানমন্ত্রী শেখ
| হাসিনার কাছে এডিবির ‘এশিয়ান
ডেভেলপমেন্ট আউটলুক ২০১৯| Asian Development Bank
শীর্ষক প্রতিবেদন হস্তান্তর করেন।
সংস্থাটির আবাসিক প্রতিনিধি মনমোহন পারকাশ।
এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক (এডিও) ২০১৯-এ :
বলা হয়েছে, ১৯৭৪ সালের পর বাংলাদেশের অর্থনীতির : ৭
দ্রুততম প্রবৃদ্ধি হয়েছে ২০১৮ সালে, ৭ দশমিক ৯০ : ২
শতাংশ। এটি এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ৪৫টি।
অর্থনীতির মধ্যে দ্রুততম।' এডিবির আউটলুকে পূর্বাভাস
দেয়া হয়েছে ২০১৯-২০২০ অর্থবছরে বাংলাদেশের
প্রবৃদ্ধি হবে ৮ শতাংশ। তবে আগামী অর্থবছরে প্রস্তাবিত
বাজেটে প্রবৃদ্ধির প্রাক্কলন করা হয়েছে ৮ দশমিক ২০ :
শতাংশ। আট শতাংশ প্রবৃদ্ধি হলে তা নতুন রেকর্ড হবে : :
উল্লেখ করে আউটলুকে বলা হয়েছে।

No comments

Thanks for your message ❤️

Powered by Blogger.