hi

Header Ads

ইসলামিক প্রশ্ন উত্তর

জামায়েত নির্ধারিত সময় হওয়ার পরও কোন বিশিষ্ট বড়
ব্যক্তির জন্য অপেক্ষা করা জায়েজ আছে কি না?
রং নিয়মিত নামাজী হক্কানী আলেমের জন্য জায়েজ আছে।
(বিঃ দ্রঃ বিলম্বিত করে যেন মাকরূহ টাইম না হয় খেয়াল
| রাখতে হবে।] ফাতাওয়া শামী ১/৪৭৫।
| এ-২৮ ও মহিলাদের জন্য চার রাকাত বিশিষ্ট ফরজ নামাজের
শেষের দুই রাকাত কি পুরুষের মত শুধ ফাতেহা পড়বে
নাকি সূরা মিলাবে?
| উত্তর ও নামাজ কেরাতের ক্ষেত্রে মহিলা পুরুষের কোন ভেদাভেদ
নাই। একই রকম। তার শেষের দুই রাকাত শুধু ফাতেহা।
পড়বে সূরা মিলাতে হবে না।—ফাতাওয়া রহিমিয়া ৫/৭৩।
| প্রশ্ন-২৯ ঃ জামাতের সাথে নামাজ অবস্থায় যদি কোন ব্যক্তি দেখে।
চোর জুতা চুরি করতেছে তাহার জন্য কি করণীয়?
উত্তর : এমতাবস্থায় নামাজ ছেড়ে দিয়ে চোরকে ধরা জায়েজ
আছে কোন গুনাহ হবে না। ইমদাদুল ফাতাওয়া ৪০৭।
প্রশ্ন-৩০ : ফরজ নামাজের পর সম্মিলিতভাবে দোয়া করা জায়েজ
_ আছে কিনা?
উত্তর : বিশুদ্ধ অভিমত অনুযায়ী ফরজ নামাজের পর সবাই মিলে
দোয়া করা জায়েজ আছে। তবে এটা নামাজের জন্য শর্ত
নহে। এ ব্যাপারে বাড়াবাড়ি করা নিতান্তই ভুল।
| শামী ১/৫০৩; কেফায়েতুল মুফতী ৩-৪/৪৩০
প্রশ্ন-৩১ ঃ কোন ব্যক্তি যদি দুই রাকআত বিশিষ্ট নামাজে সূরা
ফাতিহার পর একই সূরা পড়ে তার হুকুম কি? সিজদা
সাহু করতে হবে কিনা?
| ঐ ব্যক্তির জন্য সিজদা সাহু করতে হবে না এমনিতেই
নামায হয়ে যাবে। তবে খেয়াল রাখতে হবে। তবে খেয়াল
রাখতে হবে যাতে এরূপ না হয় ।ফাতাওয়া শামী ১/৫১০।

No comments

Thanks for your message ❤️

Powered by Blogger.