hi

Header Ads

কান চলচ্চিত্র উৎসব - ২০১৯

কান চলচ্চিত্র উৎসব - ২০১৯
আয়ােজন : ৭২তম; সময়কাল : ১৪-২৫ মে ২০১৯;
উদ্বোধনী ছবি : The Dead Don't lie.
এক নজরে পুরস্কার
• পাম ডি’অর : প্যারাসাইট।
(দক্ষিণ কোরিয়া); পরিচালক- বং
• গ্রা প্রি: আটলান্টিক
| পরিচালক- মাতি দিও প
(সেনেগাল-ফ্রান্স)
= সেরা পরিচালক ; জঁ পিয়ের ও লুক।
দারদে; চলচ্চিত্র- ইয়াং আহমেদ (বেলজিয়াম)।
• জুরি প্রাইজ : লে মিজারেবলল; পরিচালক- লাজ লি
: (মালি-ফ্রান্স) ও বাঁকুড়া; পরিচালক-কেবার মান্দানা
ফিলাে ও জুলিয়ানাে দোরনেলেস (ব্রাজিল)
সেরা অভিনেতা : অ্যান্টনিও ব্যান্ডেরাস; চলচ্চিত্র
পেইন অ্যান্ড গ্লোরি (স্পেন) সেরা অভিনেত্রী :
এমিলি বিচাম; চলচ্চিত্র- বিটল জো (যুক্তরাজ্য)
• সেরা চিত্রনাট্যকার : সেলিম সিয়াম; চলচ্চিত্র
পোর্ট্রেট অব অ্যা লেডি অন ফায়ার (ফ্রান্স) ।
• সম্মানসূচক পাম ডি’অর : আলা দ্যুলাে
• সেরা স্বল্পদৈর্ঘ্য ছবি : দ্য ডিস্ট্যান্স বিটউইন আস অ্যান্ড
দ্য স্কাই; পরিচালক- ভাসিলিস কেকাতােস (গ্রিস)।
• স্পেশাল মেনশন (স্বল্পদৈর্ঘ্য ছবি) : মনস্টার গড;
পরিচালক- অগাস্তিনা স্যান মার্টিন (আর্জেন্টিনা)
বিশেষ পাম ডি’অর : দ্য ইমেজ বুক; পরিচালক
জ্য-লুক গদার (ফ্রান্স)। - পাম ডি'অরের জন্য
প্রতিদ্বন্দ্বিতা করে ২২টি ছবি।

No comments

Thanks for your message ❤️

Powered by Blogger.