ভারতের লােকসভার নতুন স্পিকার “ ওম বিড়লা ” রাজস্থানের বিজেপি সাংসদ ওম বিড়লা ভারতের ১৭তম লােকসভার নতুন স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন । লােকসভা অধিবেশনের প্রথম দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদি তার নাম প্রস্তাব করেন । কোন না ভােট পড়ায় তিনিই নতন স্পিকার হিসেবে নির্বাচিত হন ।
No comments
Thanks for your message ❤️