hi

Header Ads

দ্রুত বিলুপ্ত হচ্ছে উদ্ভিদ প্রজাতি

দ্রুত বিলুপ্ত হচ্ছে উদ্ভিদ প্রজাতি বিগত ২৫০ বছরে প্রায় ৬০০ প্রজাতির গাছ বিলুপ্ত হয়ে গেছে বলে ; দাবি করেছেন গবেষকরা । এ সংখ্যা । গােটা প্রাণিকুলের প্রজাতির বিলুপ্তির । দ্বিগুণ । বিজ্ঞানীরা বলেন , স্বাভাবিকের : চেয়ে ৫০০ গুণ বেশি গতিতে উদ্ভিদ = বিলুপ্ত হয়ে যাচ্ছে । গবেষকরা বলেন , = তারা এই বিলুপ্তির সংখ্যা নথিবদ্ধ : করে তুলে ধরতে চেয়েছেন যে , = ভবিষ্যতে আমাদের কী করা উচিত । এ বছর মে মাসে জাতিসংঘের এক । প্রতিবেদনে বলা হয়েছিল , ১০ লাখ জীব । প্রজাতি বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে । রয়্যাল বোেটানিক গার্ডেন ও স্টকহােম । বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক । জানান , বিগত ২৫০ বছরে ৫৭১টি । উদ্ভিদ প্রজাতি বিলুপ্ত হয়েছে । এই সময়ে পাখি , স্তন্যপায়ী আর উভচর মিলে । বিলুপ্তির সংখ্যা ২১৭ প্রজাতি । ফলে । উদ্ভিদ প্রজাতির বিলুপ্তির হার দ্বিগুণের । বেশি । উপকূলীয় অঞ্চল ও দ্বীপেই সবচেয়ে বেশি উদ্ভিদ প্রজাতি বিলুপ্তি হয়েছে বলে জানানাে হয় প্রতিবেদনে ।

No comments

Thanks for your message ❤️

Powered by Blogger.