নিউমােনিয়ায় দেশে প্রতি ঘণ্টায় ২ শিশুর মৃত্যু
নিউমােনিয়ায় দেশে প্রতি ঘণ্টায় ২ শিশুর মৃত্যু
২০ বছরে শিশুমৃত্যু কমেছে ৬৩ % । দেশে নিউমােনিয়ায় আক্রান্ত হয়ে প্রতি ঘণ্টায় দুটি শিশুর মৃত্যু ঘটছে বলে জানা গেছে আন্তর্জাতিক সংস্থা সেভ দ্য চিলড্রেনের এক প্রতিবেদন থেকে । তবে গত ২০ বছরে দক্ষিণ এশিয়ায় চারটি দেশের তুলনামূলক চিত্রে বাংলাদেশে শিশুমৃত্যুর = হার ৬৩ শতাংশ কমেছে বলে জানিয়েছে সেভ দ্য = চিলড্রেন । বাংলাদেশের পরে ভুটানের শিশুমৃত্যুর হার = কমেছে ৬০ শতাংশ , নেপালে ৫৯ শতাংশ এবং ভারতের = ৫৭ শতাংশ । ১ জুন আন্তর্জাতিক শিশু দিবস সামনে : রেখে জাতীয় প্রেস ক্লাবে ‘ গ্লোবাল চাইল্ডহুড রিপাের্ট ২০১৯ ' শীর্ষক ওই প্রতিবেদন প্রকাশ করা হয় ।
No comments
Thanks for your message ❤️