hi

Header Ads

জিন সংশােধন করে । বার্ড ফ্লু থেকে রক্ষা অন্তত ১০০ বছর ।

জিন সংশােধন করে । বার্ড ফ্লু থেকে রক্ষা অন্তত ১০০ বছর । ধরে বিশ্বে বড় এক আতঙ্কের । নাম বার্ড ফ্ল । এ থেকে উত্তরণের ২ নানা উপায় খুঁজছেন বিজ্ঞানীরা । তাঁরা বলছেন , এমন মুরগি জন্ম দেওয়ার চেষ্টা করা হচ্ছে , যার দেহে বার্ড ফ্লু বাসা বাঁধতে পারবে না । এরই মধ্যে মুরগির জিন সংশােধন করে সেই পথে এক ধাপ এগিয়ে গেছেন । ব্রিটেনের ইম্পেরিয়াল কলেজ এবং এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ে রসলিন ইনস্টিটিউটের গবেষকরা । পরীক্ষাগারে মুরগির ছানার ডিএনএ একটি অংশ থেকে এএপির - ৩ থে সরাতে পেরেছেন বিজ্ঞানীরা । তাঁরা বলছেন , এই প্রােটিনেই বার্ড ফুর ভাইরাস আশ্রয় নেয় । সে কারণে এ প্রােটিন মুরগির ডিএনএ থেকে সরানাে হয়েছে । ফলে মুরগি ওই ভাইরাসে সংক্রমিত হওয়া আশঙ্কা থেকে একেবারে মুক্ত বলা চলে ।

No comments

Thanks for your message ❤️

Powered by Blogger.