hi

Header Ads

ইসলামিক প্রশ্ন উত্তর পর্ব 9

প্রশ্ন-১৬ ও ফাদিয়ানী মেয়েদের বিবাহ করা জায়েজ আছে?
উত্তরঃ মুসলমানদের মতে কাদিয়ানীরা হল কাফের তাই তাদের
কাফেরী মেয়ে মুসলমানের জন্য বিবাহ জায়েজ নাই।
— জাদীদ ফেকহী মাসায়েল-১।
প্রশ্ন-১৭ জানাজা নামাজ পড়াইয়া টাকা বা চাউল বা যে কোন
হাদিয়া নেয়া জায়েজ আছে কিনা?
উত্তর ঃ জানাজা নামাজ পড়াইয়া বিনিময় নেওয়া ও দেয়া উভয়টা
হারাম। – আজিজুল ফাতাওয়া।
প্রশ্ন-১৮ ঃ কাফের মুশরেকদের তৈরি হাড়ি পাতিলে খাওয়া বা
পাকানো জায়েয আছে কিনা?
কাফির-মুশরিকদের পাত্রে খাওয়া বা পাকানে অনুচিত বা
মাকরূহ তবে যদি ঐ পাত্র ছাড়া অন্য পাত্র না মিলে তবে
ব্যবহার করতে পারেন। – ফতোয়ায়ে রশিদিয়া।
প্রশ্ন-১৯ ঃ কোন ব্যক্তি যদি কোন কিছুর জন্য আল্লাহর কছম করে
তা ভাঙলে তার কি কাফফারা দিতে হবে?
উত্তর : তাকে দশ জন মিসকিন খাওয়াতে হবে স্বাভাবিক ধরনের
খাদ্য। তা না হলে সকলকে এ জোড়া করে কাপড় দিতে
হবে। যদি তা সম্ভব না হয় তবে নিজে তিনটি রােজা
রাখতে হবে। সূরা মায়েদা ৮৯।
| প্রশ্ন-২০ ঃ নিজের হজ্ব না করে অন্যের বদলী হজ্ব করা যাবে কিনা?
উত্তর : নিজের উপর যদি হজ ফরজ হয়ে থাকে তাহলে আগে নিজের।
হজ্ব না করে অন্যের বদলী হজ্ব করা ঠিক নয়। তবে যদি
নিজের উপর ফরজ হয় না তবে বদলী হজ করতে পারবে।
অথবা নিজের ফরজ হজ্ব করার পরেও অন্যের বদলী হজ
করতে পারবে।
প্রশ্ন-২১ ও মহিলাদের জন্য কবর জিয়ারত করা জায়েজ আছে।
কিনা? থাকলে কিভাবে?
মহিলারা পর্দা রক্ষা করে আপন লোকদের কবর জিয়ারত
করতে পারেন। দূর থেকে কুরআনে পাক শরীরে সূরা
মেয়ে
বিনা
করা
৫৭।
পড়তে
হবে।
.

No comments

Thanks for your message ❤️

Powered by Blogger.