hi

Header Ads

ইসলামিক প্রশ্ন উত্তর পর্ব 6

প্রশ্ন-১১ ও স্ত্রী যদি স্বামীকে দাড়ি রাখতে বাধা দেয় তাহলে স্বামী তায়।
কথা রাখতে হবে কিনা? বা সে গুনাহগার হবে কিনা?
উত্তর ও দাড়ি কাটা যেমন হারাম তেমনি রাখতে বাধা দেওয়াও।
হারাম এক মুষ্টি হওয়ার আগ পর্যন্ত প্রতিটি মুহূর্তে গুনা
লেখা হবে। – তিরমিজি শরীফ ২/১০৫।
প্রশ্ন-১২ ও রেডিওর প্রচারিত সিজদা আয়াত শুনলে সিজদা দিতে
হবে কিনা?
উত্তর ঃ সরাসরি যদি তেলাওয়াত শুনে তখন সিজদা দেওয়া।
ওয়াজিব, আর যদি রেকডিং হয় তাহলে সিজদা দেওয়া
ওয়াজিব না। তাই সিডি বা মোবাইলে রেকডিং
তেলাওয়াত শুনলে তা দিতে হবে না। – জাওয়াহিরুল ফিকাহ ৫/৫০৭।
প্রশ্ন-১৩ঃ শরীরে খোদাই করে কোন প্রেমিকার নাম লেখা যাবে কি না?
উত্তর ঃ হাদীসে ঐ নারী পুরুষের উপর লানত করেছেন। যারা
খোদাই করে শরীরে কিছু লিখে। তাই কোন ছেলে বা
মেয়ের এই কাজ করা সম্পূর্ণ হারাম ও ঘুর্ণিত কাজ।
– বুখারী, মুসলিম, মেশকাত ৩৮১।
প্রশ্ন-১৪ : ফ্যাশান করে হাতের বা পায়ের নখ বড় রাখা ইসলামের
দৃষ্টিতে বৈধ কি না?
উত্তর ঃ | প্রতি সপ্তাহে একবার হাত পায়ের নখ কাটা সুন্নত। যদি তা।
পারে তাহলে সর্বোচ্চ চল্লিশ দিন পর্যন্ত সুযোগ। বিনা
ওজরে এর চেয়ে বেশি বিলম্ব করা জায়েজ নাই ও মাকরূহ।
তাহরীমী। বরং শরীয়তে নিষিদ্ধ কাজকে ফ্যাশন মনে করা।
মারাত্মক অন্যায়। – ফতোয়ায়ে আলমগীরী ৫/৩৫৭।
প্রশ্ন-১৫ঃ মৃত ভূমিষ্ট শিশুর নাম রাখতে হয় কি না বা দাফন
কাফন দিতে হয় কিনা?
যদি গর্ভে থেকে মৃত জন্ম হয় তাহলে জানাযা নামাজ পড়লো
হবে না। তবে নাম রাখতে হবে ও দাফন করতে হবে। উক।
কাফনের কাপড় না হলেও চলবে।-ফাতাওয়া শামী ২/২২৭।

No comments

Thanks for your message ❤️

Powered by Blogger.