hi

Header Ads

ইসলামিক আমল

কোথায় কুরআন পড়লে প্রতি অক্ষরে ৬০ লক্ষ-৬০ কোটি নেক লাভ হয়?
উত্তর : রমজানে কদরের রাত্রিতে প্রতি অক্ষরে কমপক্ষে ৬০ হাজার
নেকী। মহল্লার মসজিদে ৬০ *২৫=১, ৫০,০০০ দেড় লক্ষ হাজার।
জুমার মসজিদে প্রতি অক্ষরে ১৫,০০,০০০*৫০০ গুন বেশি। মসজিদে
নববীতে প্রতি অক্ষরে ৫০ হাজার গুন অর্থাৎ, ৫০*২১৫০=৫০,০০
হাজার গুন বেশি। আরা কাবা শরীফে পাঠ করলে প্রতি অক্ষরে ৬০
হাজার গুন থেকে ১ লক্ষ গুণ বেশি নেক অর্থাৎ এক লক্ষকে ৬০ দিয়ে।
গুন করলে হয় ৬০ কোটি গুন বেশি নেক। (কাঙুল উম্মাল]
কোন কাজ করলে ১ শত শহীদের সমপরিমাণ নেকী লাভ হয়?
উত্তর : পরিত্যক্ত কোন সুন্নতের উপর আমল করলে যথা দস্তরখানায়
পড়ে যাওয়া কোন খাদ্যদ্রব্য উঠিয়ে খেলে ইত্যাদি। [মিশকাত)
কোন ১টি রাতের এবাদত ৮৩ বছর ৪ মারে এবাদত থেকে উত্তম?
উত্তর : রমজানের ২৭ তারিখের রাত্রির এবাদত ১ হাজার মাস/৮৩
বছর ৪ মাসের এবাদত করা হতে ও অতি উত্তম। (সূরা কদর]
কোন ১টি রােজা ৬০ বছর নফল রােজার ও নফল নামায
সমপরিমাণ নেকী?
উত্তর : যে ব্যক্তি আশুরার দিন রােজা রাখবে এবং দান খয়রাত করবে সে।
| ৬০ বছর নফল নামাজ ও রােজা সমপরিমাণ নেকী লাভ করবে। [মুসলিম]
কোন রাতের ৪ রাকাত নামাজ ১লক্ষ নেকী ১লক্ষ গুনা মাফ হয়?
উত্তর : জমাদিউসসানী মাসের ১ম রাতের ৪ রাকাত নফল নামাজ
পড়লে ১ লক্ষ নেকী লাভ ও ১ লক্ষ গুনা মাফ হয়ে যায়। (আনীছুল আরওয়া]
কোন দিনের ১টি রোজা ১ বছরের আগের ও পরের গুনাহ মাফ হয়?
উত্তর : রজব মাসের ২৭ তারিখের ১৩২ রাকাত নফল নামাজ, ও
দিন ১টি রােজা রাখলে অগণিত নেকী লাভ হয়। ১,২,৩ রজব রােজা
রাখলে ১০০ বছরের রােজা রাখার ও এবাদত বন্দেগীর সওয়াব হয়
এবং ৮ জিলহজ্ব মাসের রােজা ১ বছর আগের ও পরের গুনা মাফ হয়ে
যায় । [তিরমিজী, ইবনে মাজাহ)
| ১১

No comments

Thanks for your message ❤️

Powered by Blogger.