hi

Header Ads

কুমিল্লার মাতৃভান্ডারের মিষ্টি বিক্রি হচ্ছে বিদেশে

অনলাইন ডেস্ক : গত
১৮ জুন বাংলাদেশের বিখ্যাত রসমালাই কুমিল্লা মাতৃভান্ডার এর সাথে ইংল্যান্ড এবং উত্তর আমেরিকার দেশগুলো এক ধরনের চুক্তি হয়। সেখানে একদল লোক কুমিল্লার মাতৃভান্ডারের রসমালাই স্বাদ প্রকাশ করে এবং তা চেক করার জন্য একজন পর্যটক সেখানে আসে। এবং সে ব্যক্তি যখন এটি স্বাদ গ্রহণ করে করার পর অনেক মুগ্ধ হয় এরপর থেকে তারা এক ধরনের চুক্তি করল যে তাদের মিষ্টিগুলো তারা বিদেশে গিয়ে বিক্রি করবে এজন্য এর মধ্যে অনেক ধরনের বিধিনিষেধ নিয়ম কানুন করা হয়েছে উত্তর আমেরিকা বা ইংল্যান্ডের দেশ গুলো বাদে ভারতের সাথে চুক্তি হয় আপনারা হয়তো অনেকে জানেন যে কুমিল্লার মাতৃভান্ডারের মিষ্টি গুলো কলকাতার রাজ্যগুলোতে রপ্তানি করা হয় এবং এ থেকে আমরা অনেক ধরনের বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারছে সত্যিই এটা কুমিল্লাবাসীর জন্য অনেক আনন্দদায়ক একটি খবর করে তাছাড়া তারা চেয়েছেন খাবারের সবগুলো গুণগত মান রেখে তারা যেন রপ্তানি করে থাকে।

No comments

Thanks for your message ❤️

Powered by Blogger.